চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে হাফছা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিল দফাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
হাফছা ওই বাড়ির মো. ইলিয়াস হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল থেকে হাফছাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা-মা ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সকাল পৌনে ১১টার দিকে বাড়ির পেছনের পুকুরে তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আর এইচ/