বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ছিল না, এখন তারাই বলছে—নির্বাচন না হলেই ভালো। কিন্তু জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না।”
বৃহস্পতিবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ফলে শ্রমিকদের ন্যায্য পাওনা ও নিরাপত্তা নিশ্চিত করার কেউ নেই। মালিক ও প্রশাসনের একচেটিয়া অবস্থানে শ্রমিকেরা নানাভাবে নিপীড়িত হচ্ছেন।” তিনি বলেন, বিএনপির ৩১ দফার রোডম্যাপে শ্রমিকদের অধিকার রক্ষায় সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে।
মিয়ানমারে ‘মানবিক করিডোর’ ইস্যুতে তিনি বলেন, “নির্বাচিত সরকার থাকলে এমন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদে আলোচনা হতো। এখন কারা সিদ্ধান্ত নিচ্ছে, জাতি জানে না।”
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ। যাতে বিদেশি বিনিয়োগকারীদের আতঙ্ক না হয় এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত না হয়।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ৪১টি ওয়ার্ডে ২০ হাজার শ্রমিককে টিসিবি কার্ড ও নাগরিক সেবা দেওয়া হবে।”
সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, আবুল হাশেম বক্কর, এরশাদ উল্লাহ, ইদ্রিস মিয়া, এম এ আজিজ, এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই শ্রমজীবী মানুষের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
আর এইচ/