চট্টগ্রামে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ অবহিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লু মেজবান হলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় “পিপিপি উদ্যোগ অবহিতকরণ” কর্মশালা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব, মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন,চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
এছাড়াও চট্টগ্রাম জেলার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রকল্পের প্রতি আলোকপাত করা হয়।
জেলা প্রশাসক চট্টগ্রাম ফরিদা খানম তার বক্তব্যে চট্টগ্রামে পিপিপি মডেলের মাধ্যমে স্মার্ট নগর ব্যবস্থাপনা, পর্যটন অবকাঠামো উন্নয়ন (সন্দ্বীপ, পতেঙ্গা ইত্যাদি), উন্নত লজিস্টিক ও ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সবুজ ও টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি প্রকল্পে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানান।
বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে। পিপিপি প্রজেক্টে বিনিয়োগকারী ব্যবসায়ীবৃন্দ যেন কোন প্রকার ঝামেলা ছাড়াই তাদের বিনিয়োগের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারেন সেজন্য জেলা প্রশাসন চট্টগ্রাম সর্বদা সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ