চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিক্ষোভ করেন রিকশাচালকরা।
‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে বাসদ নেতা আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন ও রিকশাচালক মো. রুকনকে আটক করে পুলিশ।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের বাধায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হয়। তবে পুলিশের দাবি, অনুমতি ছাড়া সমাবেশ ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির কারণে আটক করা হয়েছে।
সম্প্রতি ব্যাটারিচালিত রিকশার কারণে সৃষ্ট দুর্ঘটনা ও ট্রাফিক জটের পরিপ্রেক্ষিতে নগরে সাঁড়াশি অভিযান চলছে। এতে কয়েক দিনে জব্দ হয়েছে প্রায় ৪ হাজার রিকশা। এ অবস্থায় ক্ষুব্ধ চালকরা নগরজুড়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।
আর এইচ/;