চট্টগ্রাম জেলা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের হেফাজতে থাকা দুই আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে হাজতখানার সামনে থেকে তারা পলায়ন করে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পলাতক আসামিরা হলেন—লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ইমন এবং সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে কারাগার থেকে তাদের জেলা আদালতে আনা হয়। শুনানি শেষে নিচতলার হাজতখানায় রাখা হয়। পরে দুপুরে অন্যান্য আসামিদের সঙ্গে তাদের আবার কারাগারে নেওয়ার সময় পুলিশের নজর এড়িয়ে কৌশলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, “আদালত থেকে দুইজন আসামি পালিয়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
তিনি আরও জানান, কীভাবে পলায়নের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/