মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

বজ্রপাতে দেশের ৫ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২ জন। নিহতদের মধ্যে ৪ জন কুমিল্লার, ৩ জন কিশোরগঞ্জের, ২ জন নেত্রকোণার এবং ১ জন করে মারা গেছেন চাঁদপুর ও সুনামগঞ্জে।

এছাড়া, কালবৈশাখি ঝড়ে লালমনিরহাটের বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চর এলাকায় ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুমিল্লায় বজ্রপাতে নিহতদের মধ্যে ২ জন স্কুল শিক্ষার্থী আছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে।

নিহতেরা হলেন—বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩), বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪), বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)।

আর আহত সায়মনকে (৭) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ফাহাদ ও জিহাদ বরুড়ার উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুরাদনগরের কোরবানপুর গ্রামের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে পূর্বপাড়া কবরস্থানের পাশের একটি মাঠে জমিতে কাজ করছিলেন দুই কৃষক। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে দুই কৃষক মারা যান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে থানায় খবর দেন।

এদিকে, কিশোরগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষানি ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে এসব ঘটনা ঘটে।

মিঠামইনে নিহত কৃষানি ফুলেছা বেগম (৬৫) উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী। অষ্টগ্রামে নিহত ইন্দ্রজীত দাস (৩৬) উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘সকালে ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজীত দাসের। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই যায়।’

নেত্রকোণায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ ঝড়-বৃষ্টি। টানা প্রায় ৩ ঘণ্টা চলে বৃষ্টিপাত। রাতে কলমাকান্দায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে, ভোর ৬টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিয়শ্রী গ্রামের ৯ বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়।

এদিকে, লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখি ঝড় হয়েছে। এর জেরে ভোটমারীসহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া, ৩ উপজেলায় ছোটবড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৪ লক্ষ টাকার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে...

পাহাড়ের বুকে আশার আলো : সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পালবার লিংক সেন্টারের লড়াই

কখনো আঁকাবাঁকা পাহাড়ি পথ, কখনো ঝুম বৃষ্টি আর কখনো...

চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ 

সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের...

‘সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার’

"দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড...

নারী সংস্কার কমিশন পুনর্গঠন,ইজরাইল,ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের দাবী

বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে নারী সংস্কার কমিশনের প্রতিনিধিগণ এদেশের সর্বস্তরের...

হজ অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজ করার জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’...

আরও পড়ুন

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ১৪ লক্ষ টাকার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮...

‘সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার’

"দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" প্রতিপাদ্যে আজ সোমবার চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে।আজ...

 বাঘাইছড়িতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।সোমবার(২৮ এপ্রিল) সকাল...

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত...