বজ্রপাতে দেশের ৫ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২ জন। নিহতদের মধ্যে ৪ জন কুমিল্লার, ৩ জন কিশোরগঞ্জের, ২ জন নেত্রকোণার এবং ১ জন করে মারা গেছেন চাঁদপুর ও সুনামগঞ্জে।
এছাড়া, কালবৈশাখি ঝড়ে লালমনিরহাটের বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চর এলাকায় ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
কুমিল্লায় বজ্রপাতে নিহতদের মধ্যে ২ জন স্কুল শিক্ষার্থী আছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে।
নিহতেরা হলেন—বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩), বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪), বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)।
আর আহত সায়মনকে (৭) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ফাহাদ ও জিহাদ বরুড়ার উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মুরাদনগরের কোরবানপুর গ্রামের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে পূর্বপাড়া কবরস্থানের পাশের একটি মাঠে জমিতে কাজ করছিলেন দুই কৃষক। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে দুই কৃষক মারা যান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে থানায় খবর দেন।
এদিকে, কিশোরগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষানি ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে এসব ঘটনা ঘটে।
মিঠামইনে নিহত কৃষানি ফুলেছা বেগম (৬৫) উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী। অষ্টগ্রামে নিহত ইন্দ্রজীত দাস (৩৬) উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘সকালে ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজীত দাসের। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই যায়।’
নেত্রকোণায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ ঝড়-বৃষ্টি। টানা প্রায় ৩ ঘণ্টা চলে বৃষ্টিপাত। রাতে কলমাকান্দায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে, ভোর ৬টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিয়শ্রী গ্রামের ৯ বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়।
এদিকে, লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখি ঝড় হয়েছে। এর জেরে ভোটমারীসহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া, ৩ উপজেলায় ছোটবড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে।
আর এইচ/