চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ। গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সরঞ্জাম চুরির ঘটনাকে অনেকেই ‘পরিকল্পিত’ বলে দাবি করছেন।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পরিষদের কার্যক্রম শেষ করে কর্মকর্তা ও কর্মচারীরা কার্যালয় ছেড়ে যান। সোমবার সকালে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য মো. বাবুল এসে দেখতে পান, পরিষদের মূল ভবন ও চেয়ারম্যানের অফিসের তালা ভাঙা। খবর পেয়ে সচিব, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে আসেন। সাথে সাথে থানায় খবর দেওয়া হয়।
চোরের দল অফিসের চেয়ারম্যান কক্ষ ও সার্ভার রুমের তালা ভেঙে নিয়ে গেছে:গুরুত্বপূর্ণ নথিপত্র,কম্পিউটার মনিটর, হার্ডডিস্ক,সিসিটিভি ক্যামেরার ডিভিডি বক্স,নগদ টাকা।
সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, চুরি হওয়া কম্পিউটার ও ডকুমেন্টে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য এবং নাগরিকদের ওয়ারিশ সনদের নথি সংরক্ষিত ছিল।
সরকারি গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ার ঘটনা যদি পরিকল্পিত হয়, তবে এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা — তা এখন তদন্তের বিষয় বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী।
ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ বাবুল জানান, সকালে পরিষদে এসে দেখি বিভিন্ন রুমে তালা ভাঙা। সাথে সাথে সচিব, ইউপি সদস্যসহ সকলকে বিষয়টি জানাই। এরপর তাদের পরামর্শে আনোয়ারা থানার কর্তব্যরত ডিউটি অফিসারকে অবহিত করি।
আনোয়ারা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য সুমন মিত্র বলেন, খবর পেয়ে এসে দেখি ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুটপাট হয়েছে। থানার পাশে এমন ঘটনায় আমরা শংকিত ।
বিলপুর ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রাজু দাশ গুপ্ত জানান, সকালে পরিষদে এসে দেখি অফিস রুম , চেয়ারম্যান এর কক্ষ ও সার্ভার রুমের তালা ভেঙে নথিপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট করে নিয়ে গেছে। বিষয়টি সম্পূর্ণ পরিকল্পিত বলে আমরা মনে করছি ।
ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ হামিম আহম্মেদ জানান, সকালে এসে দেখি অফিস এর তালা ভাঙা। পরবর্তীতে অন্য কক্ষে গিয়ে দেখি সেখানে ও লুটপাট করে ভেঙে তছনছ করেছে। নিখোঁজ রয়েছে কম্পিউটার এর ২ মনিটর, হার্ডডিস্ক, সিসি ক্যামেরার ডিভিডি, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ নথি।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব মোঃ শাহ আলম জানান, কম্পিউটারে গুরুত্বপূর্ণ নথি ছিলো । এছাড়াও গত মাসের গুরুত্বপূর্ণ অনেক ওয়ারিশ সনদ ছিলো, হিসেবে এর টাকা ছিলো । সব লুট হয়ে গেছে । থানার পাশে সরকারের গুরুত্বপূর্ণ একটি অফিসে এভাবে চুরির ঘটনা উদ্বেগজনক।
অভিযোগ পেয়ে পুলিশ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন।
আর এইচ/