বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে নারী সংস্কার কমিশনের প্রতিনিধিগণ এদেশের সর্বস্তরের নারীর প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। ইসলামী পারিবারিক আইন ও উত্তররাধিকার আইন ইত্যাদির ক্ষেত্রে এদেশের ৯২% সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঈমান ও আকিদার উপর আঘাত করেছে। মুসলমানদের ঈমান, আকিদাহ, সভ্যতা, সংস্কৃতি বিরোধী কোনো বিজাতীয় সভ্যতা, সংস্কৃতি ও আইন আমরা কোনোভাবে মেনে নিতে পারিনা। বলে মন্তব্য করেছেন বান্দরবান আই’ম্মা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (২৮শে এপ্রিল) বান্দরবান প্রেসক্লাবের কনফারেন্স রুমে,সংগঠনের নেতৃবৃন্দ গাজায় ইসরাইলি হামলা বন্ধ, ইসরাইলি পণ্য নিষিদ্ধ, ফিলিস্থিনি আহতদের চিকিৎসা,ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের প্রতিবাদে,নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল এবং নারী সংস্কার কমিশন পূর্নগঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপির মাধ্যমে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা সমূহ বাতিল সহ বর্তমান নারী সংস্কার কমিশনকে ইসলামের রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল, জ্ঞানী এবং বিজ্ঞজনদেরকে নিয়ে নতুন করে সংস্কার কমিশন গঠন করার দাবি জানান।
এছাড়া জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধের জন্য প্রস্তাবনায়,ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা,ইসরাইলী সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানী বন্ধ করা,ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসি’কে অনুরোধ করা সহ ৪ টি দাবি জানানো হয় স্মারকলিপির মাধ্যমে।
এদিকে সংবাদ সম্মেলন বান্দরবান আই’ম্মা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন ভারত সরকার ওয়াকফ আইন সংস্কারের নাম দিয়ে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা জবর দখল করার চক্রান্ত করছে। ভারতের অনেক মসজিদ, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে এবং হচ্ছে। মুসলমাদের উপর ভারতীয় প্রশাসনের সহযোগিতায় হত্যা, খুন সহ নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। এ ব্যপারে পদক্ষেপ গ্রহনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস এর প্রতি দাবি জানান বান্দরবান আই’ম্মা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
পরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর কাছে স্মারকলিপি টি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বান্দরবান আই’ম্মা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আলাউদ্দীন ইমামী,সহ-সভাপতি,মাওলানা অধ্যাপক, আব্দুল আওয়াল,আবুল কালাম আজাদ,সেক্রেটারি, মাওলানা,এহসানুল হক আল মঈন সহ বান্দরবান আই’ম্মা উলামা ঐক্য পরিষদের উর্ধতন নেতৃবৃন্দ।
আর এইচ/