লোহাগাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল ওরফে ডাকাত বাবুলকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল (৪০) চুনতি বনপুকুর নলবুনিয়া গ্রামের বাসিন্দা এবং বশির আহমদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়। নিহতদের একজনের লাশের পাশ থেকে উদ্ধারকৃত পিস্তলটি পরে ৫ লাখ টাকায় বিক্রির অভিযোগ ওঠে পুলিশ সদস্য রিয়াদের বিরুদ্ধে।
এ ঘটনায় লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি বিদেশি তারাশ পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ ছয়জন পুলিশ সদস্য—রিয়াদ, আব্দুল গনি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান এবং মো. ইসহাককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যমতে ডাকাত বাবুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও নগদ টাকা লুট এবং বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে লোহাগাড়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচার, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ ১০টির বেশি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
আর এইচ/