চট্টগ্রাম নগরীর লাভ লেইন এলাকায় ‘শেখ হাসিনা ফোর্স’ নামের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে কয়েকজন যুবক।
বৃহস্পতিবার ভোরে আয়োজিত এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে বিষয়টি। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া তিন যুবককে আটক করা হয়।
৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫ থেকে ২০ জন যুবক ব্যানার হাতে স্লোগান দিতে দিতে মিছিল করছেন। তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এই স্লোগান দিচ্ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, “ভিডিও বিশ্লেষণ করে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”
উল্লেখ্য, এর আগেও ১৭ এপ্রিল চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে যুবলীগের নেতা-কর্মীরা হঠাৎ করে মিছিল করেন। সেই ঘটনায়ও ভিডিও ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।