চট্টগ্রামে বিচারকের সিলমোহর ও স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার দোকান মালিক সুমন দে’র দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই মো. আজহার জানান, দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত ১৮ মার্চ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সিল ও স্বাক্ষর জাল করে একটি ভুয়া ওয়ারিশ সংক্রান্ত হলফনামা তৈরির অভিযোগে কোতোয়ালী থানায় মামলা করেন আদালতের নাজির আবুল কালাম আজাদ। মামলায় রোজী আক্তার নামের এক নারীসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়।
জালিয়াতির মাধ্যমে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাঁচটি ভুয়া সিল, তিনটি জাল স্বাক্ষর এবং ভুয়া ক্রমিক নম্বর ব্যবহার করে হলফনামাটি তৈরি করা হয়।
মামলার তদন্তে পুলিশ প্রথমে রোজী আক্তারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনজীবী ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তিনি প্রত্যেকটি হলফনামার জন্য ৫ হাজার টাকা করে নিতেন।
ফরহাদ উদ্দিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, প্রয়োজনীয় কাগজ পেয়ে তিনি কম্পিউটার অপারেটর সুমন দে’র কাছে গিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামাটি প্রিন্ট করান। এর আগে তারা বিচারকের নামে জাল সিল তৈরি করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি হলফনামাটি প্রস্তুত করেন। পরবর্তীতে সুমন দে’কেও গ্রেপ্তার করে পুলিশ।
আর এইচ/