তঞ্চঙ্গ্যা- সম্প্রদায়ের বিষু উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে শনিবার (১২এপ্রিল) সকাল ১০ টা কাপ্তাই উপজেলা বড়ইছড়ি সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক, ঢোল ভেপু বাজিয়ে এবং নেচে, গেয়ে এই র্যালিতে অংশ নেন।
কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে ‘আমার সংস্কৃতি আমার অহংকার ‘- এই স্লোগানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব তাপস তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় আহবায়ক ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা। আর এইচ/