রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন একজন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। ঘটনার জন্য দায়ী চালককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান চেয়ারম্যান পাড়া এলাকার স্থানীয় দোকানদার ক্যামনসিং মারমা।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক জানান, দুর্ঘটনায় সময় ৫ জন নিহত হয়েছেন।
রাঙামাটি জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার কাজী পাড়ার বাসিন্দা সোয়াব আলীর ছেলে মো. আবু তাহের (৫০), হাটহাজারী উপজেলার পূর্ব আলমপুরের মৃত তৈয়ব নিয়ার ছেলে মাহাবুবুর রহমান বাচ্চু (৫০), রাঙ্গুনিয়া উপজেলার মাজার গেইট সাদেক নগর এলাকার মো. সিরাজুল হকের ছেলে জয়নাল আবেদীন ওরফে আবুল বাশার, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাসনাবাদের মৃত হোলজারের ছেলে ইজাদুল (২৫) এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া তালুকদার পাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুন নাহার (৪০)। তবে অজ্ঞাত এক মারমা নারীর পরিচয় পাওয়া যায়নি । নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
কাউখালী উপজেলার স্থানীয় এক বাসিন্দা স্থানীয় দোকানদার ক্যামনসিং মারমা ও আবু মং মারমা বলেন, শনিবার সকাল সোয়া ১০টার দিকে বেতবুনিয়া বাজার থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামের দিকে যায় এবং বিপরীত থেকে একটি পিকআপ আসে। সিএনজি অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মর্মান্তিক অবস্থা। আমরা ঘটনাস্থলেই নিহত পেয়েছি তিনজন। দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছে।
বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার আরেক বাসিন্দা বাইট্ট্যা মারমা বলেন, আজকে বেতবুনিয়া বাজার বার ছিল। সকালে বাজার করে গন্তব্য যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও একটি পিকভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে আসেন।
নিহত নূর নাহারের স্বামী আব্দুর রহিম বলেন, সকাল বেলা আমার স্ত্রী বেতবুনিয়ায় বাজার করতে এসে সিএনজিতে করে যাওয়ার সময় একটা পিকআপ এসে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে আমার স্ত্রীসহ সিএনজিতে থাকা বেশকয়েক ঘটনাস্থলে মারা গেছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, পাঁচজন মারা গেছে এটা নিশ্চিত। তার মধ্যে ঘটনাস্থলে ৩ জন মারা গেছেন। হাসপাতালে পাঠানো হয়েছে ৩ জনকে, তাদের মধ্যে ২ জন মারা গেছেন। একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।মরদেহগুলো রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আর এইচ/