বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

বাকলিয়ায় জোড়া খুন : হুকুমের আসামি ছোট্ট সাজ্জাদ ও তাঁর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গুলি চালিয়ে প্রকাশ্যে দুই দু’জনকে হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) নগরীর বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় এ দুজন ছাড়া মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

এর আগে গত শনিবার (২৯ মার্চ) দিবাগত সোয়া ২টার দিকে এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ মানিক ও আবদুল্লাহ নামে দুজন নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেন বাবলার বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সারোয়ার হোসেন বাবলার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত মানিক। আর সারোয়ারের ব্যক্তিগত কাজকর্ম করতেন নিহত আবদুল্লাহ। গত ২৯ মার্চ দিবাগত রাতে প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন মানিক, সারোয়ার, আবদুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন। নতুন ব্রিজ থেকে বাড়ি ফেরার জন্য বহদ্দারহাটের দিকে রওয়ানা হলে রাত ২টার দিকে রাজাখালী ব্রিজের ওপর পৌঁছামাত্র ৬-৭টি মোটরসাইকেল থেকে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুর্বৃত্তরা। গুলিতে গাড়ির পেছনের গ্লাস ছিদ্র হয়ে যায়। তখন মানিক বহদ্দারহাটের দিকে না গিয়ে বাকলিয়া এক্সেস রোড দিয়ে চকবাজারের দিকে যায়।

সোয়া ২টার দিকে চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কে মানিক গুলিবিদ্ধ অবস্থায় গাড়ি থামায়। গাড়ির পেছনে থাকা হাছান, ইমন, বোরহান, খোরশেদ ও রায়হানসহ অজ্ঞাতনামা ৬-৭ জন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে। গুলিতে মানিক ও আবদুল্লাহ জখম হয়। গাড়িতে থাকা সারোয়ার এবং ইমন কৌশলে নেমে যায়। এরপর গুলি ছুঁড়তে থাকা আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। মানিক ও আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা সারোয়ার হোসেন বাবলা ও তার ছেলেসহ অন্যদের হত্যা করার জন্য নতুন ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকারটির পিছু নেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম/ মহি/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের...

ঈদের ছুটিতে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

ঈদের ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙামাটির  কাপ্তাইয়ের বিনোদন...

বিএনপির কঠিন দুঃসময়ে অনেকে ফ্যাসিস্টদের মডারেটর হয়ে গিয়েছিলো 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ...

‘মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, মাদক...

ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বিএফইউজের মহাসচিবের সাথে মতবিনিময় 

ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব...

আরও পড়ুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজিব (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপজেলার ঘরতাকিয়া আনসার...

ইপিজেডে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেডে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ এপ্রিল) রাত দুইটার দিকে ইপিজেড থানাধীন বে শপিং সেন্টারের সামনে থেকে...

আগামী মাসে কালুরঘাটে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন: ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগামী মাসেই কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম সড়ক সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের...

ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা: হাই রিপ্রেজেন্টেটিভ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫তম বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ‘যথেষ্ট সম্ভাবনা’ আছে বলে জানিয়েছেন...