আনোয়ারা উপজেলার জুইঁদণ্ডিতে পণ্য ডেলিভারি দিতে গিয়ে ভ্যান উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামের এক বিক্রয়কর্মী নিহত হয়েছে।
রবিবার (২৩ মার্চ )দুপুর ১২ টায় জুঁইদণ্ডি ইউনিয়নের লামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ একরাম হোসেন বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার ছেলে।
নিহতের পিতা মোহাম্মদ মুছা জানান, স্কুল বন্ধ থাকা সুবাধে অস্থায়ী ভিত্তীতে আমার ছেলে সকাল ৮ টার দিকে বাসা থেকে বের হয়ে পণ্য ডেলিভারি দিতে যাওয়ার সময় পথিমধ্যে জুঁইদন্ডী লামা বাজার এলাকায় গেলে গাড়ি উল্টে পড়ে তার মাথায় গুরুতর আঘাত পায়। তৎক্ষণাত ঘটনাস্থল থেকে তার সাথে থাকা ড্রাইভার মোহাম্মদ নিষাদ উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চার ছেলে সন্তানের মধ্যে সে সবার ছোট। সে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১ টার দিকে মৃত অবস্থায় একরাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/