চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সালাম দিয়ে পথ আটকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজু (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোর রাতে হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, গতকাল শনিবার দুপুরে ষোলশহর থেকে একব্যক্তি নন্দনকানন যাচ্ছিলেন। দুই নম্বর গেট এলাকায় দুইজন লোক সালাম দিয়ে তার রিকশা আটকে ছোরার ভয় দেখিয়ে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আজ ভোররাতে হামজারবাগ এলাকা থেকে মো. শাকিল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পলাতক মো. আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
আর এইচ/