বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় আজগর আলী (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৫টার চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত আজগর আলী কর্ণফুলীর বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) মাওলানা মহিবুল্লাহ খান বাড়ীর মৃত আব্বাস আলীর ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ