চট্টগ্রামের বোয়ালখালীতে মাথায় গাছ চাপা পড়ে নাছের আহমেদ (৬৫) নামে এক বাগানির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ ঘটনা ঘটেছে।
নিহত নাছের উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তার ৪ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তিনি পাহাড়ি ভূমিতে লেবু ও সেগুন বাগান গড়ে সংসার চালাতেন।
নিহতের ভাইপো মো.আজিজ জানান, সম্প্রতি পাহাড়ে তার বাগানের গাছ বিক্রি করেছেন । সকালে ওই বাগানের গাছ কাটা দেখতে তিনি সেখানে যান। এরপর এঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।
গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল বলেন, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় মাথায় তিনি গাছ পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ হিমু বলেন, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনরা বলছেন তার মাথায় গাছ পড়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/