চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (১৪ মে) রাতে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সিফাত (২১) ও মোস্তাক (২১) এবং সিএনজি-অটোরিক্সা যাত্রী পারুয়াপাড়া এলাকার অরুন্ধতী, ফকিরহাট এলাকার জেসমিন বেগম ,নুরচ্ছফা, কাইয়ুম। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল কালীবাড়ি মোড়ে একটি যাত্রীবাহী সিএনজিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহতহন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন বাড়ি চলে যায় । আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে।
আর এইচ/