হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে পুস্পা রানী নাথ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর গ্রামের মহিন্দ্র মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পুস্পা, ওই গ্রামের রুবেল কান্তি নাথের কন্যা।
পরিবারিক সূত্রে জানা যায় , ঘটনার দিন দুপুরে, যখন প্রকৃতির সবকিছুই ছিল স্বাভাবিক, রুবেল নাথের ঘরের পাশেই আপন মনে খেলছিল ছোট্ট পুস্পা। বেশ কিছুক্ষণ পুস্পাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের স্থির পানিতে ভাসতে দেখা যায় পুস্পার নিথর ছোট্ট দেহটি।স্থানীয়দের সহায়তায় তৎক্ষণাৎ তাকে পুকুর থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: শামসুদ্দিন জানান, “দুপুরের দিকে একটি শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু ঘটেছিল।”
আর এইচ/