রবিবার, ১৬ মার্চ ২০২৫

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশনায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত ছোট সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি ও অপরাধ জগতের আতংকে নাম সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি।  দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে সহযোগীদের নিয়ে শোডাউন দিতেন  ছোট সাজ্জাদ।  সম্প্রতি পুলিশের এক ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন সাজ্জাদ। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে ধরতে নগদ অর্থ পুরষ্কার ঘোষণা দেওয়া হয়। অবশেষে পুলিশের হাতেই ধরা পড়লেন দুর্ধর্ষ এই সন্ত্রাসী। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) রাতে স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকার অভিজাত বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন সাজ্জাদ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা আছে। সে আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত। দুবাইয়ে থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ শরিফ তাকে সবকিছু নির্দেশনা দেয়। ছোট সাজ্জাদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ ও ব্যবসায় প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে বিপুল অংকের চাঁদা দাবি করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তাদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করত। তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ।’

ছোট সাজ্জাদকে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘ছোট সাজ্জাদ দুর্ধর্ষ সন্ত্রাসী। সে রাউজান, রাঙ্গুনিয়া, বায়েজিদ, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার ত্রাস সৃষ্টিকারী। সাজ্জাদ বায়েজিদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার আসামি। চান্দগাঁও থানারও একটি খুনের মামলার আসামি সে। বায়েজিদ, চান্দগাঁও ও মোহরাকেন্দ্রিক সব ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো সে।’

তাকে ধরতে গিয়ে একটি ভবনের দারোয়ানসহ পুলিশের সোর্স আহত হওয়ার তথ্য জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমি সিএমপিতে যোগ দেয়ার পর থেকেই তাকে ধরার চেষ্টা করছি। একবার তাকে ধরতে তার বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। সে কতবড় দুর্ধর্ষ, পাঁচতলা ভবনের ছাদ থেকে আরেকটি ভবনে লাফ দিয়ে পালিয়ে যায়। তার ছোড়া গুলিতে ওই ভবনের দারোয়ান ও পুলিশের সোর্স আহত হন।’

তিনি বলেন, ‘এরপর সে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে আমাদের বায়েজিদ থানার ওসিকে লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপর আমরা সিদ্ধান্ত নেই, যথেষ্ট হয়েছে। তাকে ধরিতে দিতে পারলে অর্থ পুরষ্কার ঘোষণা করি। তাকে ধরতে পুলিশ হেডকোয়াটার্সের গোয়েন্দা দল আমাদের অভূতপূর্ব সহযোগিতা করেছে।’

হাসিব আজিজ বলেন, ‘আমাদের সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম একটি ট্রেনিং কোর্সে সাতদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। পুলিশ হেডকোয়াটার্সের দেওয়া তথ্যে তিনি জানতে পারেন, সাজ্জাদ তার স্ত্রীকে নিয়ে শনিবার রাত আটটায় বসুন্ধরা সিটিতে বাজার করতে গেছে। সিএমপির একটি টিম আগে থেকেই ঢাকায় ছিল। তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করে। উপস্থিত লোকজনও সাহায্য করেছেন তাকে ধরতে। এরপর তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।’

গ্রেপ্তারকালে ছোট সাজ্জাদ কোনো অস্ত্র ব্যবহারের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘সে (ছোট সাজ্জাদ) যেহেতু ঢাকায় ছিল; তার আত্মবিশ্বাস ছিল তাকে ওখান থেকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। তাই সে অস্ত্র নিয়ে যায়নি। নিরস্ত্র ছিল। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। তার সহযোগীদের ধরব। কোথায় কোথায় অস্ত্র আছে সেটা তার কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার করব।’

সাজ্জাদের গ্রেপ্তারের পর তার প্রতিপক্ষ গ্রুপ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করবে কি না এমন প্রশ্নে হাসিব আজিজ বলেন, ‘কোনোভাবেই না। আমাদের শহর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেব না।’

সাজ্জাদকে গ্রেপ্তার করতে এত সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাজ্জাদ তো আর সবার মতো না। সে একজন অপরাধী। সে সবসময় পালিয়ে বেড়ায়। তাকে ধরা কঠিন ছিল।’

চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে সিএমপির কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বার্মা সাইফুল এখন চট্টগ্রামে নেই। সে এ মুহূর্তে ঢাকার কোনো এলাকায় আছে। চট্টগ্রাম ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। আর ঢাকায় তার লোকেশন যদি আমরা বের করতে পারি; তাহলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চান্দগাঁওয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক ২

চান্দগাঁও থানার পুলিশের অভিযােনে একটি চোরাই মোটর সাইকেল সহ...

চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে পাঁচ জনসহ মোট ৯ আসামী গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে...

দুদকের মামলায় মীর নাসির-মীর হেলালের সাজা স্থগিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মীর...

রাঙামাটিতে ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কালেক্টরকে গুলি...

আবরার হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায়...

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে পাঁচ জনসহ মোট ৯ আসামী গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় অভিযোগে ৫ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে চাঁন্দগা ও থানা পুলিশ। রবিবার ১৬ মার্চ দিবাগত রাতে...

দুদকের মামলায় মীর নাসির-মীর হেলালের সাজা স্থগিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ...

আবরার হত্যা মামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবারই মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া, ৫ আসামিকের নিম্ন আদালতের দেয়া যাবজ্জীবনও...

নারী ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের দায়ে ধর্ষণকারী সিএনজি চালক আটক

ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাত্রিবেলা তুলে নিয়ে সিএনজি চালক কর্তৃক ধর্ষণের ঘটনার সাথে সাথেই চান্দগাঁও থানা পুলিশ ধর্ষণকারী সিএনজি চালককেআ টক করেছে।গত ১১ মার্চ...