বুধবার, ১ অক্টোবর ২০২৫

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশনায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত ছোট সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি ও অপরাধ জগতের আতংকে নাম সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি।  দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে সহযোগীদের নিয়ে শোডাউন দিতেন  ছোট সাজ্জাদ।  সম্প্রতি পুলিশের এক ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন সাজ্জাদ। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে ধরতে নগদ অর্থ পুরষ্কার ঘোষণা দেওয়া হয়। অবশেষে পুলিশের হাতেই ধরা পড়লেন দুর্ধর্ষ এই সন্ত্রাসী। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) রাতে স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকার অভিজাত বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন সাজ্জাদ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা আছে। সে আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত। দুবাইয়ে থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ শরিফ তাকে সবকিছু নির্দেশনা দেয়। ছোট সাজ্জাদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ ও ব্যবসায় প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে বিপুল অংকের চাঁদা দাবি করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তাদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করত। তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ।’

ছোট সাজ্জাদকে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘ছোট সাজ্জাদ দুর্ধর্ষ সন্ত্রাসী। সে রাউজান, রাঙ্গুনিয়া, বায়েজিদ, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার ত্রাস সৃষ্টিকারী। সাজ্জাদ বায়েজিদ থানার আলোচিত ডাবল মার্ডার মামলার আসামি। চান্দগাঁও থানারও একটি খুনের মামলার আসামি সে। বায়েজিদ, চান্দগাঁও ও মোহরাকেন্দ্রিক সব ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো সে।’

তাকে ধরতে গিয়ে একটি ভবনের দারোয়ানসহ পুলিশের সোর্স আহত হওয়ার তথ্য জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমি সিএমপিতে যোগ দেয়ার পর থেকেই তাকে ধরার চেষ্টা করছি। একবার তাকে ধরতে তার বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। সে কতবড় দুর্ধর্ষ, পাঁচতলা ভবনের ছাদ থেকে আরেকটি ভবনে লাফ দিয়ে পালিয়ে যায়। তার ছোড়া গুলিতে ওই ভবনের দারোয়ান ও পুলিশের সোর্স আহত হন।’

তিনি বলেন, ‘এরপর সে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে আমাদের বায়েজিদ থানার ওসিকে লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপর আমরা সিদ্ধান্ত নেই, যথেষ্ট হয়েছে। তাকে ধরিতে দিতে পারলে অর্থ পুরষ্কার ঘোষণা করি। তাকে ধরতে পুলিশ হেডকোয়াটার্সের গোয়েন্দা দল আমাদের অভূতপূর্ব সহযোগিতা করেছে।’

হাসিব আজিজ বলেন, ‘আমাদের সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম একটি ট্রেনিং কোর্সে সাতদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। পুলিশ হেডকোয়াটার্সের দেওয়া তথ্যে তিনি জানতে পারেন, সাজ্জাদ তার স্ত্রীকে নিয়ে শনিবার রাত আটটায় বসুন্ধরা সিটিতে বাজার করতে গেছে। সিএমপির একটি টিম আগে থেকেই ঢাকায় ছিল। তথ্য পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করে। উপস্থিত লোকজনও সাহায্য করেছেন তাকে ধরতে। এরপর তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।’

গ্রেপ্তারকালে ছোট সাজ্জাদ কোনো অস্ত্র ব্যবহারের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘সে (ছোট সাজ্জাদ) যেহেতু ঢাকায় ছিল; তার আত্মবিশ্বাস ছিল তাকে ওখান থেকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। তাই সে অস্ত্র নিয়ে যায়নি। নিরস্ত্র ছিল। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। তার সহযোগীদের ধরব। কোথায় কোথায় অস্ত্র আছে সেটা তার কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার করব।’

সাজ্জাদের গ্রেপ্তারের পর তার প্রতিপক্ষ গ্রুপ এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করবে কি না এমন প্রশ্নে হাসিব আজিজ বলেন, ‘কোনোভাবেই না। আমাদের শহর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেব না।’

সাজ্জাদকে গ্রেপ্তার করতে এত সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাজ্জাদ তো আর সবার মতো না। সে একজন অপরাধী। সে সবসময় পালিয়ে বেড়ায়। তাকে ধরা কঠিন ছিল।’

চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলকে গ্রেপ্তার করতে সিএমপির কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বার্মা সাইফুল এখন চট্টগ্রামে নেই। সে এ মুহূর্তে ঢাকার কোনো এলাকায় আছে। চট্টগ্রাম ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। আর ঢাকায় তার লোকেশন যদি আমরা বের করতে পারি; তাহলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার...

চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ...

প্রবারণার মাধ্যমে শান্তির বারতা পৌঁছে দেওয়াই গৌতম বুদ্ধের দর্শন- ইউএনও মো. রহমত উল্লাহ 

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম...

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম...

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু...

চট্টগ্রামে কুমারীপূজা: মহামায়ার পাঁচ রূপে সজ্জিত ৬ কুমারী

পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা...

আরও পড়ুন

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব...

টিকা নেওয়ার কারনে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে – গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক 

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, টিকা নেওয়ার কারনে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে।আজ মঙ্গলবার চট্টগ্রাম হোটেল সৈকত এর হালদা কনফারেন্স রুমে জেলা...

সীতাকুণ্ডে পূজামণ্ডপ পরিদর্শনে মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল...

চট্টগ্রামে যানজট কমাতে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু

চট্টগ্রাম নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়। এরপর পূর্ণাঙ্গ...