বুধবার, ১ অক্টোবর ২০২৫

টিকা নেওয়ার কারনে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে – গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, টিকা নেওয়ার কারনে প্রাণঘাতি সকল রোগের প্রতিরোধ সম্ভব হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম হোটেল সৈকত এর হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্রগ্রাম এর আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় “টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন ২০২৫ “ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহাপরিচালক।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম।

মহাপরিচালক বলেন, দেশব্যাপী শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টাইফয়েড প্রতিরোধমূলক টিকা প্রদানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক জটিলতা ও অপুষ্টি দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা প্রদান অপরিহার্য হয়ে পড়েছে।

মহাপরিচালক আরো বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা অপরিচ্ছন্ন খাবার ও পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা গ্রহণ বাধ্যতামূলক করা জরুরি। সময়মতো টিকা দিলে টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০-৮০ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম , চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বিশেষ অতিথির বক্তৃতা করেন।

সভায় সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে...

আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার...

চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ...

প্রবারণার মাধ্যমে শান্তির বারতা পৌঁছে দেওয়াই গৌতম বুদ্ধের দর্শন- ইউএনও মো. রহমত উল্লাহ 

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম...

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম...

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু...

আরও পড়ুন

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে...

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।মঙ্গলবার (৩০...

চট্টগ্রামে কুমারীপূজা: মহামায়ার পাঁচ রূপে সজ্জিত ৬ কুমারী

পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারীপূজায় দেবীবন্দনা করেন হাজারো ভক্ত।বাঙালি সনাতনীদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে চট্টগ্রামে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেবী মহামায়ার পাঁচ...

সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব...