বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম বুদ্ধের অন্যতম মুল দর্শন হচ্ছে অহিংসা, শান্তি এবং মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। তাই মহাকারুণিক বুদ্ধের নির্দেশে অনুপ্রাণিত ভিক্ষুসংঘ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে একমাস পর্যন্ত বিশ্বের বৌদ্ধদেশে গ্রাম থেকে গ্রামান্তরে, নগরের বিভিন্ন বৌদ্ধমন্দিরে দানোত্তম কঠিন চীবর দানোৎসবে ছুটে চলেন বুদ্ধের অমিয় ধর্মবাণী বিশ্বমানবতার কল্যাণে ছড়িয়ে দিতে, যে বাণীতে অহিংসার বীজমন্ত্র, সাম্য ও মহামৈত্রীর আহবান, জাগতিক দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণ করা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ আয়োজিত বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ৬ অক্টোবর সোমবার অনুষ্টিতব্য বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমায় ধর্মীয় কার্যাদি সুন্দর ও ধর্মীয় মর্যাদায় সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মিহির বড়ুয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ভদন্ত পরমানন্দ মহাথেরো, দীপানন্দ ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু, সাংবাদিক অধীর বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পল্টু বড়ুয়া, তড়িৎ বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, দেষু বড়ুয়াসহ বিভিন্ন গ্রামের বৌদ্ধ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বৌদ্ধ বিহারের উপাসক উপাসিকাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইউএনও মো রহমত উল্লাহ।