রবিবার, ১৬ মার্চ ২০২৫

 ঢাকা থেকে রবিবার চট্টগ্রামে আনা হবে সাজ্জাদকে

বউকে নিয়ে বসুন্ধরা সিটিতে ঈদের বাজার করতে গিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বউকে নিয়ে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটিতে ঈদের বাজার করা সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

শনিবার ১৫ মার্চ রাত ৯টায় ঢাকার বসুন্ধরা সিটির ৬ষ্ঠ তলা থেকে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ঢাকার পুলিশের একটি টিমের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় তার সহযোগীদের চুরিকাঘাতে বসুন্ধরা সিটির এক ক্রেতা চুরিকাহত হয়েছেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী দুই ক্রেতা জনিয়েছেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সূত্রে সিএমপির কাছে খবর ছিল ছোট সাজ্জাত বসুন্ধরা এলাকায় শপিং করতে যাবে। সিএমপির ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাদা পোষাকে সেখানে অবস্থান নেন। এডিসি ( নর্থ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম থেকে সাজ্জাতের গতিবিধির খবর নিয়ে ডিসি নর্থ আমিরুল ইসলামকে আপডেট দিচ্ছিলেন। এক পর্যায়ে ছোট সাজ্জাদ সিএমপির টিমের হাতে গ্রেফতার হয়। পরে তেজগাঁও থানাকে খবর দেয়া হয়। তেজগাঁও পুলিশ আসলে সিএমপির টিম আসামী সাজ্জাদকে নিয়ে থানায় নিয়ে যায়।
রবিবার ছোট সাজ্জাদকে চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে সিএমপির একটি সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের সময় পুলিশের সাথে তার বেশ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পালাতে গিয়ে সে ৬ষ্ঠ তলা থেকে পুরো মার্কেটে দৌড়াতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছোট সাজ্জাদের গায়ের শার্ট খুলে যায়।

পুলিশ আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় সাজ্জাদ খালি গায়ে তখনো পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। তার পড়নে প্যান্ট গায়ে কিছু নেই।

এদিকে গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সন্ত্রাসী সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুঁড়ে পালিয়ে যান সে।

আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সন্ধান চেয়ে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছে নগর পুলিশ। ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা করা হল। গত ৩০ জানুয়ারি বিকালে নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের ঘোষণা দেন।
গত ২৮জানুয়ারি রাতে সন্ত্রাসী ছোট সাজ্জাদ নিজের ফেসবুক লাইভে এসে নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রাণে মারার হুমকি দেয়। ওই দিন রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে এ হুমকি দেন সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ।

নিজের ফেইসবুক আইডি থেকে সাড়ে ১৯ মিনিটের লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন,‘ বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন ‘বাড়াবাড়ি’ করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে ‘কালার’ করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান।’
ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে ‘রাস্তায় ন্যাংটো করে পেটাতেন’। লাইভে শীঘ্রই আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিচার না পেলে নিজেই প্রতিশোধ নিবেন। প্রয়োজনে নিজে মরে যাবেন।’
হুমকির ঘটনায় ওসি আরিফ হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়াও চাঁদার জন্য বিভিন্ন ভবনে প্রকাশ্যে অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সাজ্জাদ জড়িত বলে পুলিশের ভাষ্য।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত বছরের ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকা- বলে তথ্য পেয়েছে পুলিশ।

চান্দগাঁওয়ের অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন চায়ের দোকানে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে।

হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় পরিচিত ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে। এই ‘ছোট সাজ্জাদ’ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারী ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের দায়ে ধর্ষণকারী সিএনজি চালক আটক

ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাত্রিবেলা তুলে নিয়ে সিএনজি চালক...

পুরস্কার ঘোষণা করা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার...

সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান : সবুর শুভ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার...

গণমাধ্যমের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রিয়াজ হায়দার চৌধুরী

গণমাধ্যমের সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে...

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

আরও পড়ুন

নারী ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের দায়ে ধর্ষণকারী সিএনজি চালক আটক

ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাত্রিবেলা তুলে নিয়ে সিএনজি চালক কর্তৃক ধর্ষণের ঘটনার সাথে সাথেই চান্দগাঁও থানা পুলিশ ধর্ষণকারী সিএনজি চালককেআ টক করেছে।গত ১১ মার্চ...

পুরস্কার ঘোষণা করা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসন্ধুরা এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়েছে।শনিবার  ( ১৫ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম পুলিশের...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরও ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টা থেকে...

জনগণের নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না: আমীর খসরু

জনগণ সমর্থিত সংসদ ও সরকার ব্যতিত সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন,...