নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
নগরের কদম মোবারকস্থ পত্রিকার কার্যালয়ে নারীকণ্ঠ’র প্রধান সম্পাদক কথাসাহিত্যিক শিক্ষাবিদ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক কবি শাহরিয়ার ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন কবি ও কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা।
সাহিত্য আড্ডায় নারীকণ্ঠ-র সদ্যপ্রকাশিত সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে সারগর্ভ আলোচনা করেন কথাসাহিত্যিক তহুরীন সবুর ডালিয়া। স্বরচিত কবিতা, অণুগল্প ও স্মৃতিকথামূলক রচনা পাঠে অংশ নেন নারীকণ্ঠ’র উপদেষ্টা ও সদস্য মহুয়া চৌধুরী, কবি আখতারী ইসলাম, গল্পকার বিচিত্রা সেন, লেখিকা সাহানা আকতার বীথি, কবি শর্মিষ্ঠা চৌধুরী, লেখিকা মনিদীপা দাশ ও কবি সাজিয়া আফরিন।
চট্টগ্রাম নিউজ/ এসডি/