সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি দেশে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন স্থানে খুন, হত্যা ও চুরি, ডাকাতির পাশাপাশি নারী ও শিশু ধর্ষণের মত অপরাধ বেড়েই চলেছে। এতে ফুঁসে উঠেছেন দেশের সচেতন নাগরিকরা। প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন প্রাঙ্গণ থেকে। এরই প্রেক্ষিতে এমন জঘণ্য অপরাধের প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ চুয়েটে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভরত অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহরীন রহমান বলেন, আমরা চুয়েটের শিক্ষার্থীরা, শুধু প্রযুক্তি ও জ্ঞানের চর্চাতেই সীমাবদ্ধ নই ; বরং আমরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নৈতিক দায়িত্বও বহন করি। এই বিক্ষোভ সমাবেশ ন্যায়বিচারের দাবিতে আমাদের সেই দায়বদ্ধতার প্রতিফলন। এটি শুধু ধর্ষণের বিরুদ্ধে নয়, বরং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধেও একটি শক্তিশালী আওয়াজ। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি দুর্বলতার কারণেই এসব অপরাধ বারবার ঘটছে। শুধু কঠোর শাস্তি নয়, সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। সমাজের প্রতিটি স্তর থেকে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হলে, সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আসবে না।

তিনি আরো বলেন, আমাদের দায়িত্ব এই আন্দোলনকে একদিনের প্রতিবাদে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরির মাধ্যমে চাপ প্রয়োগ করা, যেন অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

যন্ত্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে খুন, ছিনতাই থেকে শুরু করে ধর্ষণের মত অপরাধসমূহ বেড়েই চলেছে। স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশে এ ধরণের ঘটনা মোটেই কাম্য নয়। যথাযথ বিচার ও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি করছি,এবং এই ধরণের নিকৃষ্ট অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি পেতেই হবে। এমন ঘটনা সমূহের প্রতিবাদে আজ আমরা চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছি।

চুয়েটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদমান রহমান অনন্ত বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা ধর্ষণের বিরুদ্ধে একত্রিত হয়েছি।আমরা এই বিক্ষোভের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই।বাংলার জমিনে ধর্ষকদের কোনো ঠাঁই নেই।দেশে বর্তমানে উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা অত্যন্ত হতাশাজনক এবং জাতি হিসেবে লজ্জার। নারীরা বাইরে অনিরাপদ বোধ করছে।এরকম বাংলাদেশ আমরা চাই না। তাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যেনো ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। বাংলার বুকে আমরা আর কোনো ধর্ষণের ঘটনা দেখতে চাই না।আর ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, সেটাও হতে পারে না।তাই সবশেষে আবারও আমি দ্রুত ধর্ষকদের গ্রেফতার এর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশের পরপরই শিক্ষার্থীরা মশাল মিছিলে অংশ নেন এবং শ্লোগানে শ্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম...

সাতকানিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সাতকানিয়ায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান...

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিট...

চট্টগ্রামে বাড়িতে ও গুদামে তেল মজুদ, জরিমানা ৭৮ হাজার 

চট্টগ্রামে বাড়িতে ও গুদামে সয়াবিন মজুদ করে বাড়তি দামে...

ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে...

কেউ নির্বাচন বানচাল করতে চাইলে অধিকার আদায়ে বিএনপি আন্দোলনে নামবে

যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চান, যারা...

আরও পড়ুন

বিশেষ কম্বিং অপারেশন : সাড়ে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ 

আনোয়ারায় সাড়ে ৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা গহিরার সাঙ্গু স্টেশন পল্টুনে...

কর্ণফুলীতে ওলামা লীগের সভাপতিসহ গ্রেফতার দুই

কর্ণফুলীতে‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারী) এবং রবিবার (২৩ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার...

রোভার স্কাউটসের চার সদস্য হেঁটেই পাড়ি দিবেন ১৫০ কি.মি. গন্তব্য কক্সবাজার

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে সকালে কক্সবাজারের উদ্দেশ্য পায়ে হেঁটে রওনা দিয়েছেন রোভার স্কাউটসের চার সদস্য রিমেল, নিলয়, কালাম ও জয়াশীষ। কক্সবাজার পৌঁছাতে তাদের পাড়ি...

চবি শিক্ষার্থীর ‘সনদ’ বাতিল প্রত্যাহার, ৯ জনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অভিযোগে আইন বিভাগের এক শিক্ষার্থীর স্থায়ীভাবে বহিষ্কার বহাল রেখে 'সনদ' বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। একইসাথে...