ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালিয়েছে প্রসূতির স্বজনেরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টার দিকে উপজেলার নানুপুর বাজারস্থ মাতৃসদন হাসপাতালে এ ভাংচুর চালানো হয়।
জানা যায়, ধর্মপুর ইউনিয়নের হাফিজুর রহমান মিস্ত্রী বাড়ীর ব্যবসায়ী সাইফুলের স্ত্রী সন্তান সম্ভাবা নাদিয়াকে ২০ ফেব্রুয়ারী বিকালে সন্তান ডেলিভারির জন্য স্থানীয় মাতৃসদন হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক ডা. হিরা প্রসূতির কন্ডিশন দেখে নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নেন।
এতে প্রসূতির স্বজনরা সায় দিলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রাত ৩ টার দিকে রোগীর স্বজনদের জানানো হয়, প্রসুতি ও অনাগত সন্তানের অবস্থা ভালো নয়। পরে প্রসূতিকে ওই হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে পাশ্ববর্তী হাটহাজারীর মদিনা হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানো দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান এ মুহুর্ত থেকে কয়েক ঘন্টা পূর্বে নবজাতকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে প্রসূতির স্বামী অভিযোগ করে বলেন, মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালের কার্যক্রম বন্ধ করাসহ নবজাতক হত্যার বিচার দাবি করেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, নবজাতকের মৃত্যু ঘটে হাটহাজারীর একটি হাসপাতালে।এতে আমাদের কোন দোষ কিংবা গাফিলতি নেই।মুলত রোগীর স্বজনরা একটি ইস্যু সৃষ্টি করে আমাদের হাসপাতাল ভাংচুর চালিয়ে কোটি টাকার ক্ষতি করেছে। আমরা হাসপাতাল ভাংচুরের বিচার চাই।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, এই বিষয়ে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম জানান।এ রকম একটি বিষয়টি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখা হবে।
আর এইচ/