চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা আবাসিক হল ও ভবনসহ পাঁচটি স্থাপনার নামকরণে পরিবর্তন আনা হয়েছে। এতে জুলাইয়ে শহীদ হওয়া হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেনের নামে একটি ভবন ও একটি হলের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়।
এছাড়াও আবু ইউসুফ ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
উপ-উপাচার্য জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে চবির দুজন শহীদের নামে একটি হল ও একটি ভবনের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘শহীদ ফরহাদ হোসেন হল’, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম হয়েছে ‘শহীদ হৃদয় তরুয়া ভবন’।
এছাড়াও শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪’, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘নবাব ফয়জুন্নেছা হল’, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম ‘জুলাই বিপ্লব উদ্যান’ এবং শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম’।
আর এইচ/