আনোয়ারায় কথিত ডাক্তার মোঃ রুবেল ভুল চিকিৎসায় ২ মাস বয়সী এক গরুর বাছুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যু শয্যায় ৮০ হাজার টাকা দামের আরো একটি গাভী।
গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও ঘটনার জানা জানি হয় বৃহস্পতিবার দুপুরে।
এ বিষয়ে বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বরাবর অভিযোগ জানিয়েছেন বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকার খামারী ক্ষতিগ্রস্ত মোঃ কাইছার। অভিযোগ তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মোঃ কাইছার এর খামারের ২ মাস বয়সী একটি বাছুর অসুস্থ হলে চিকিৎসার জন্য কথিত পশু ডাক্তার মোঃ রুবেল কে আসতে বলে । তিনি আসার পর রেনামাইসিন এল এ , ভেটকিউর, এস্টাভেট ইনজেকশন পুশ করে । সাথে সাথে বাছুরটি ছটপট করতে করতে মারা যায় । বিষয়টি আনোয়ারা উপজেলার সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেনকে মোবাইলের মাধ্যমে জানালে তিনি জানান ভুল ঔষধ প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে আনোয়ারা উপজেলার সাবেক উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবুল খায়েরকে জানালে খামারে গিয়ে পর্যবেক্ষণ এর বাছুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ক্ষতিগ্রস্ত খামারী মোঃ কাইছার জানান, আমার খামারে এতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই। রুবেল বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এগ্রো ফার্মেসি খুলে চিকিৎসার নাম করে শতশত পশুর ক্ষতি করছে।
ক্ষতিগ্রস্ত আরেক খামারী মোঃ আবু বকর বলেন, গত সপ্তাহে ৮০ হাজার টাকা দিয়ে আমি নতুন গরু এনেছি বাজার থেকে। গরুর হালকা কাঁপুনি দিয়ে জ্বর আসছিলো রুবেল নামে ওই ডাক্তার রুবেলকে মঙ্গলবার ডেকে আনার পর তিনি গলার মাংসে স্যালাইন আর ভুল ইনজেকশন পুশ করার পর থেকে গরু শুয়ে পড়েছে । গলা ফুলে গেছে প্রায় মৃত্যু শয্যায়। এখন আমার কি হবে এতো টাকার গরু ক্ষতি হলো।
আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের বেশ কয়েকজন সিনিয়র নেতা জানান, আনোয়ারায় বেশ কয়েক জায়গায় ভুয়া পশু চিকিৎসক নাম ধারিরা দাপিয়ে বেড়াচ্ছে। কথিত ডাক্তার রুবেলকে আগেও ভুল চিকিৎসার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু এর পর আরো বেপরোয়া হয়ে নকল ওষুধ বাজারজাত থেকে শুরু করে নানা অপকর্ম করে যাচ্ছে। দ্রুত সকল ভুয়া চিকিৎসকদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এই বিষয়ে জানতে কথিত ডাক্তার মোঃ রুবেল এর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে ফোন কেটে দেন ।
এই বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। কয়েকদিন এর মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। তবে যিনি এই বাছুরের চিকিৎসা করেছে সে কোন ডাক্তার নয়। ভূয়া ডাক্তারের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।