চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বটতলীতে এমবিএম ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ৮ জানুয়ারি বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলার বটতলী এলাকার এমবিএম ইটভাটায় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে এমবিএম ইটভাটার মালিক শামসুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স গ্রহণ করার জন্য ২ মাসের সময় দেয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট এর কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।