চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতিকরণে বিন বিতরণ ও বর্জ্য সংগ্রহ্কারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থা শেখার মাধ্যমে ক্লিন সিটি গড়তে ভূমিকা রাখবে। তারা শৈশব থেকে পরিবেশ রক্ষায় আগ্রহী হবে। প্লাস্টিক, পলিথিন যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জীবনমানের উন্নয়নে এধরনের অভিনব উদ্যোগকে স্বাগত জানাই।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগারপাস কনফারেন্স রুমে এসব বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
ইসপা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা উন্নতিকরণে বিন বিতরণ ও বর্জ্য সংগ্রহ্কারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন । এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার।