তৃতীয়বারের মতো ফুল উৎসব শুরু হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ ডিসি পার্কে।শনিবার সকাল ১১.০০ টায় মাসব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
এবারের উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। উৎসবে এবার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্টসহ নানান আয়োজন।
উদ্বোধন শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন ‘ এধরনের আয়োজন প্রশংসনীয়। নতুন প্রজন্মের সাথে প্রকৃতির মিতালী’তে তৈরী’তএ অন্যন্য ভূমিকা রাখবে এমন আয়োজন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান, দেশি–বিদেশি ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ফুলের স্বর্গরাজ্যে।পরিবার নিয়ে কোলাহল মুক্ত পরিবেশে নগরবাসী ফুলের রাজ্যে এসে প্রশান্তি পাবে।এবার কিছুটা নতুনত্ব রাখা হয়েছে মাসব্যাপী এ আয়োজন জুড়ে।
৪ ঠা জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত।প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন দর্শনার্থীরা।এবারের আয়োজনে প্রবেশমূল্য রাখা হয়েছে ৫০ টাকা।