মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

গণ-অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র নস্যাৎ করেছে চট্টগ্রামবাসী: জোনায়েদ সাকি

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামবাসী তাদের সাহসিকতা ও সজাগতার মাধ্যমে একটি পরিকল্পিত ষড়যন্ত্র নস্যাৎ করেছে, যা গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ গণসংলাপের মূল প্রতিপাদ্য ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা।

জোনায়েদ সাকি বলেন, “নানান দেশি-বিদেশি চক্রান্ত চলছে। ইসকনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির মাধ্যমে গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রপন্থী মানুষের জন্য বড় একটি দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “জুলাই মাসে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। এখন আমাদের দায়িত্ব হলো এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা।”

গণসংলাপের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী এবং সঞ্চালনা করেন নাসিরুদ্দিন তালুকদার। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

ফেনী জেলা সমন্বয়ক অ্যাডভোকেট কায়কোবাদ তার বক্তব্যে বলেন, “দেশের শ্রমজীবী মানুষ আজ শোষিত ও নিপীড়িত। তাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য।”

চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী মো. হারুন বলেন, “আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে জনগণের ঐক্যকে আরও দৃঢ় করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মীরসরাইয়ের আহ্বায়ক শামসুদ্দীন মোহাম্মদ, সন্দ্বীপের সাংগঠনিক সচিব নাজিম উদ্দীন আরিফ, বিএম ডিপোর আহত শ্রমিক নূর হোসেন, এবং গার্মেন্ট শ্রমিক সংহতির নেতা রয়েন মারমা।

জোনায়েদ সাকি তার বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন নয়, একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আইনজীবী হত্যার স্বীকারোক্তি দিয়েছেন প্রধান আসামী চন্দন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী...

আরো ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী শোন অ্যারেস্ট

রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায়...

চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি...

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু 

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা দু'জনের মৃত্যু...

কাপ্তাইয়ের জয়িতা নারী  মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

রাঙামাটির কাপ্তাইয়ের সফল জননী হিসাবে জয়িতা নারীর সম্মাননা পেলেন...

কম দামে সবজি বিক্রি চকরিয়া বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে কেনা দামে সবজি বিক্রি করছেন চকরিয়া...

আরও পড়ুন

আরো ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী শোন অ্যারেস্ট

রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।পুলিশের আবেদনের...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ কে দৃঢ়তার সাথে মোকাবেলা...

কোন ষড়যন্ত্র অর্জিত বিজয়কে ধূলিসাৎ করতে পারবে না: নজরুল ইসলাম

জনগণ সচেতন থাকলে কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার বিজয়কে ধূলিসাৎ করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও পরিবেশবিদ মোঃ...

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভূমিকা রাখতে হবে

 দীর্ঘ দেড় দশক ধরে তাবেদারী শাসনের অবসান ঘটলেও এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভুমিকা রাখতে হবে...