রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি জিসান বিন মাজেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সেই সাথে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং কেউ যাতে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়।