চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ইসকনের বিভিন্ন অপকর্ম আওয়ামী লীগ সরকার প্রশ্রয় দিয়েছে।
তিনি বলেন, “ইসকনের নামে যারা উগ্রপন্থি হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই অপকর্মকারীরা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করছে।”
সারজিস আলম আরও বলেন, “আমাদের মাদ্রাসার ভাইয়েরা সহানুভূতি দেখিয়ে মন্দির পাহারা দিলেও তা ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এখন ইসকনের সন্ত্রাসীরা সরাসরি সন্ত্রাস চালিয়ে আমাদের মতো মানুষ হত্যা করছে।”
মঙ্গলবার চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভকারীরা প্রিজন ভ্যান ঘিরে অবস্থান নেয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে বিশৃঙ্খলা চালায়।
এই সময় বিক্ষোভকারীরা বেশ কিছু যানবাহন ও আদালতের সম্পত্তি ভাঙচুর করে। পাল্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে টেনে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
জানাজার পর সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সন্ত্রাসীর কোনো ধর্ম বা দল নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “ধর্মীয় পরিচয় ব্যবহার করে কোনো উগ্রপন্থি যাতে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, কিন্তু সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।”
সাইফুল ইসলাম আলিফের জানাজায় চট্টগ্রামের বিএনপি, জামায়াতে ইসলামীর নেতাকর্মী, এবং আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনজীবীরা তাদের প্রতিবাদে পুলিশের নিষ্ক্রিয়তা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিলম্বের কঠোর সমালোচনা করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাইগারপাস মোড়ে আয়োজিত সমাবেশে সারজিস আলম বলেন, “সরকার যদি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হয়, তবে ছাত্র ও সাধারণ জনগণ রাজপথে নামবে। আমরা একসঙ্গে উগ্রবাদীদের প্রতিহত করব।”
আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, “আদালত চত্বরে বিশৃঙ্খলা চলাকালীন পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আইনজীবীর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।”
বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা সবসময় সমাজের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে। চট্টগ্রামের নাগরিকরা এই ধরনের উগ্রপন্থি কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।