পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারায় আপন মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রশিদা খাতুনের ছেলে রাকিব হাসান বাদী হয়ে রোববার (৯ মার্চ) বিকালে আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেছেন।
আরো পড়ুন: চট্টগ্রামের আনোয়ারায় মেয়ের জামাই’র হাতে শাশুড়ী খুন
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা (ওসি) মো: তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক হেলাল উদ্দিন (মানিক)কে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাকে ধরতে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া এলাকায় ঘাতক মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ী রশিদা খাতুন খুনের ঘটনা ঘটে। রশিদা খাতুন ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। ঘাতক মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।
দুপুরে ওই নারীর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা হেলাল উদ্দিন মানিক (২৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির স্ত্রী হাফসা আকতার বলেন, ‘দুই বছর আগে হেলাল উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে বাপের বাড়ি চলে আসি। অভাব–অনটনের সংসারে আমি কেইপিজেডের পোশাক কারখানায় চাকরি নিই। এর মধ্যে আমার স্বামী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ৩ লাখ টাকার ঋণ পরিশোধ করতে আমার ওপর চাপ সৃষ্টি করেন।’
হাফসা আকতার বলেন, ‘সকালে আমার স্বামী আমার বাবার বাড়ি এসে মা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় মাকে কাঠ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
আর এইচ/