আসন্ন ঈদ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শন করেছেন।
রোববার (৯ মার্চ) দুপুরে তিনি নগরীর নিউমার্কেট বিপণিবিতান, তামাকুমণ্ডী লেইন, জহুর হকার্স মার্কেট ও টেরিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, সাধারণ মানুষ যেন খুবই উৎসবমুখর পরিবেশে রমজান এবং ঈদ উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। ১০ রোজার পর থেকে মার্কেটগুলো আরও সরগরম হবে বলে আশা করছি। সাধারণ মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। আজ আমি ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি।
সিএমপি কমিশনার বলেন, নগরেরর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে। আমি আশাবাদী ১০ রোজার পর থেকে মার্কেট আরও সরগরম-জমজমাট হবে। সাধারণ মানুষ যেন খুবই উৎসবমুখর পরিবেশে রমজান এবং ঈদ উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আজকে সরেজমিনে আমি ঘুরলাম। মনে হচ্ছে, আমাদের পূর্বপ্রস্তুতি ফলদায়ক হচ্ছে। আমরা জানি, ১০-১২ কিংবা ১৫ রমজানের পরে প্রত্যেকটা শপিং কমপ্লেক্সেই জনসমাগম অনেক বৃদ্ধি পাবে, আমরা চাইও সেটা। মানুষ নিরাপদ বোধ করলেই কিন্তু তারা উদযাপন করবে। মার্কেটে যখন ভিড় বাড়বে আমরা তখন বুঝবো, সাধারণ মানুষ এবং নগরবাসীর ভেতরে নিরাপত্তাজনিত শঙ্কা কেটে গেছে।
পুলিশ কমিশনার বলেন, এখন পর্যন্ত সম্মানিত ব্যবসায়ী প্রতিনিধি, নেতৃবৃন্দ এবং দোকানের মালিকদের সাথে কথা বললাম ঘুরে সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট। এখানে ছিনতাইকারীর দৌরাত্ম্য নিয়ে একটি উদ্বেগ আছে।
গতকাল পর্যন্ত আমরা দেখেছি প্রায় ৫০ থেকে ৬০ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। আজকেও এরকম হবে। এই ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমানোটাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। আজকে আমি এখান থেকে গিয়ে আমার অফিসারদের নিয়ে বিশেষ মাসিক অপরাধ দমন সভায় বসবো। সেখানে তাদেরকে দিক-নির্দেশনা দেব, ট্রাফিক এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা যা করণীয়।
তিনি বলেন, ছিনতাইকারী কমানোর জন্য বা একটা পর্যায়ে নির্মূল করার জন্য আমাদের অফিসাররা অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের প্রত্যেক থানার ওসিরা সেহরির পরেও রাস্তায় থাকেন।
জনাব হাসিব আজিজ বলেন, আজকে সকালে আমাদের আইজিপি স্যার এ বিষয়ে ব্রিফ করেছেন। আমি আবার তাদেরকে নির্দেশগুলো জানাবো। পরবর্তীতে আরও কি করে শহরটাকে আরও নিরাপদ রাখা যায়, ট্রাফিক পরিস্থিতি আরও কতটুকু সহনীয় করা যায়—সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
ঈদ সামনে রেখে শপিংমল ও বাজার এলাকায় যানজট পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “১৫ রোজার পর থেকে মার্কেটগুলোতে ভিড় বাড়বে, যা স্বাভাবিক। তবে যানজট নিয়ন্ত্রণে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। মানুষ নিরাপদ বোধ করলে স্বস্তিতে কেনাকাটা করতে পারবে, সেটাই আমাদের লক্ষ্য।”
পরিদর্শনকালে সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম উপস্থিত ছিলেন।
আর এইচ/