সোমবার, ১০ মার্চ ২০২৫

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাতে নিহত আবু ছালেকের স্ত্রী সুরমি আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তবে মামলাটিতে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

আসামিরা হলেন— মোহাম্মদ হারুন (৫০), মো. মমতাজ (৪৫), কামরুল ইসলাম (৫৩), আজিজুল হক (৫৫), নজরুল ইসলাম মানিক (৫২), মাহমুদুল হক (৫৫), আবু সামা (২৪), মো. সাজ্জাদ (২৫), মো. মিজান ওরফে পিচ্চি মিজান (৩১), মো. কফিল (৩০), সোহেল আহমদ (৩৮), মো. বেলাল (৩০), মো. হেলাল (৩৪), মো. হামিদ (৪৫), মো. ইছহাক (২৬), মো. মোজাফ্ফর মেম্বার (৪২), ওরফে জুইনা (৩৫), মো. কমরু (৪৫), মো. সিফাত (২০), মো. সালাম (৫০), মো. আলম (৫০), মিজানুর রহমান মারুফ (৪১), রমজান আলী (৬০), হোসাইন কবীর (৫৫), মো. ইউনুছ (৫০), মো. নেজাম (৪), মো. জসিম (৪৮), মো. ফারুক ওরফে কালা ফারুক (৪৮), মো. মোরশেদ (৪০), মো. শহিদুল্লাহ (৩২), সালা উদ্দিন (২০), মো. খোকন (৩৫), মো. এমরান (২৮), মো. খলিল (৪৫), সৌরভ হোসেন মিন্টু (৪৫), মো. মনি (৪৬), মুখলেচুর রহমান জাকের (৫৫), মো. মোর্শেদ (৪৮), মো. ওসমান (৫৫), আবু তাহের (৩৬), শাহজাহান প্রকাশ মীম (৫০), মো. কায়ছার (৩৮), মো. নাছিম (৪০), মো. ফয়সাল (২৪), নজরুল ইসলাম (৫২), মো. জহির (৫০) ও মো. জাকির হোসেন ওরফে কালা জাকির (৫০)।

গত ৩ মার্চ সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় নেজাম উদ্দিন ও আবু ছালেক গণপিটুনিতে নিহত হন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবু ছালেক এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধ মীমাংসা করাসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। গত ১৮ ফেব্রুয়ারি কে বা কারা জনৈক আব্দুল নুরের মালিকানাধীন একটি সিএনজিচালিত অটোরিকশা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে আব্দুল নুর আবু ছালেক ও তার বন্ধু নেজাম উদ্দিনকে অবহিত করলে তারা অটোরিকশা পোড়ানোর গত ২২ ফেব্রুয়ারি এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় একটি সালিশ বৈঠক করেন। একই বিষয়ে অভিযুক্তদের কয়েকজন ৩ মার্চ সন্ধ্যায় আবু ছালেক ও নেজাম উদ্দিনকে সিএনজি পোড়ানোর ঘটনায় শনাক্তকৃত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা উদ্ধার করে দেওয়ার কথা বলে ছনখোলা এলাকায় যেতে বলে।

ওইদিন রাত সাড়ে ৯টার সময় ছালেক ও নেজামসহ আরও নয়জন সিএনজিযোগে ঘটনাস্থলে উপস্থিত হন। তখন তারা ঘটনাস্থলের পাশে থাকা হারুনের চায়ের দোকানে বসে ক্ষতিপূরণের বিষয় নিয়ে আলোচনা করছিলেন। একপর্যায়ে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আবু ছালেক ও নেজাম উদ্দিনকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। তারা দুই ভুক্তভোগীর মৃত্যু নিশ্চিত করার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় পিস্তল দ্বারা এলোপাতাড়ি গুলি করলে স্থানীয় ৫ জন আহত হয়। পরবর্তীতে আসামিরা পিস্তলটি রাস্তার ওপর নেজাম উদ্দিনের লাশের পাশে ফেলে পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার বদরখালী বাজারে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ইউনিয়ন ব্যাংক সংলগ্ন পিছনে...

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে লেখা...

শিশুকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে বাবা আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে...

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ টি ছাগলসহ বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ টি ছাগলসহ বসতঘর।রবিবার (৯...

মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে।...

মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুনের ঘটনায় মামলা 

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারায় আপন মেয়ে জামাইয়ের হাতে...

আরও পড়ুন

মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুনের ঘটনায় মামলা 

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারায় আপন মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ...

চসিকের অভিযানে মূল্য তালিকা না রাখায় ১১ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ ৯ মার্চ রোববার নগরীর অক্সিজেন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান...

নগরবাসীর ভেতরে নিরাপত্তাজনিত শঙ্কা কেটে গেছে: সিএমপি কমিশনার

আসন্ন ঈদ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শন করেছেন।রোববার (৯ মার্চ)...

রাঙ্গামাটি জেলা পরিষদ  পূর্ণগঠন কেন অবৈধ নয় হাইকোটের রুল; ২ সদস্যের পদ স্থগিত 

প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য...