চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (২৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সদস্য সচিব ফজলুর রহমান এ দাবি তোলেন।
নেতারা বলেন, আইনজীবী সাইফুলের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধের ইঙ্গিত দেয়। তারা দাবি করেন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তার উসকানিমূলক বক্তব্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়, ইসকন ও আওয়ামী লীগ কর্মীরা চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার নামে সাইফুল ইসলামকে হত্যা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার পতনের পর ভারতের ভূমিকা এবং কিছু সংখ্যালঘু গোষ্ঠীর উসকানিমূলক তৎপরতা দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। এই অবস্থায় ইসকন ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি ফ্যাসিবাদী সন্ত্রাস দমনে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ জরুরি।
বিপ্লবী ছাত্র পরিষদ জাতীয় নিরাপত্তা রক্ষায় ত্বরিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।