চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সূত্র জানায়, নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে মামলাটি দায়ের করা হয়। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশের পতাকার মর্যাদা লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও এর মর্যাদা রক্ষা করা দেশের নাগরিকদের নৈতিক দায়িত্ব। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।