পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সরকারি সেবা আরও স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েট (USAB) আয়োজিত ‘Planning Week, 2024’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ নাগরিকদের সেবার অভিজ্ঞতা উন্নত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষত রাজউক, তাদের সেবা আরও স্বচ্ছভাবে প্রদান করবে, যাতে জনগণ সহজে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারে।
এছাড়া, জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং জলাশয় আইন অনুসরণ করার গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, দেশের পরিবেশ রক্ষায় সবার সহায়তা অত্যন্ত জরুরি।
ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নতির জন্য বাস মালিকদের ৬ মাসের সময় দিয়ে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্টের পরিকল্পনা গ্রহণের কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব বাস মালিকদের ঋণ সুবিধা প্রদান করা হবে যাতে তারা নতুন পরিবহন সেবা চালু করতে পারে।”
উপদেষ্টা আরও বলেন, “এত বছর ধরে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করা সম্ভব হয়নি। যদি আমরা ক্যান্টনমেন্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, তাহলে অন্য শহরগুলো কেন সঠিকভাবে সাজানো যাবে না?”
এ সময় উপদেষ্টা সবাইকে শহরগুলোকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে সাজানোর জন্য সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি বিভাগের প্রধান প্রফেসর ড. আসিফ-উজ-জামান খান এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।