মিয়ানমারে চলমান বিদ্রোহী সংঘর্ষের রেশ এখন টেকনাফ সীমান্তে পড়েছে, যার ফলে সেখানে বাস করা মানুষজন আতঙ্কিত। মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের কারণে সীমান্ত এলাকায় যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে। ২৩ নভেম্বর শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের এক বাড়িতে গুলি এসে পড়ে, তবে কেউ আহত হয়নি। তীব্র গোলাগুলি, মর্টার শেল, শক্তিশালী বোমা ও গ্রেনেডের আওয়াজ সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে সশস্ত্র সংঘর্ষের প্রভাব ফেলছে বাংলাদেশে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সেখানে জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলা যুদ্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যার ফলে টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকাতেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে এবং শনিবার সকাল পর্যন্ত গোলাগুলির ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, “মিয়ানমারে যুদ্ধ চলমান রয়েছে প্রায় ছয় মাস ধরে, কিন্তু এর ফলে এখানকার মানুষজন আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এদিকে, টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে এবং সীমান্তের নিরাপত্তা বাড়ানোর জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, “আমরা সীমান্তে অনুপ্রবেশ রোধ করতে কঠোর অবস্থানে আছি।”
এটি নিয়ে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের সুযোগে যাতে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে, তার জন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।”