চট্টগ্রাম নগরবাসীর বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করতে কাজীর দেউড়ি এলাকায় একটি থিম পার্ক নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি থেকে তিন একর জায়গা বরাদ্দ চেয়ে আবেদন করেছে সংস্থাটি।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর জমি বরাদ্দের জন্য একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম শহরে ৭০ লক্ষাধিক মানুষের বসবাস হলেও পর্যাপ্ত উন্মুক্ত পার্ক নেই। সবুজায়ন ও নাগরিকদের সুস্থ বিনোদনের জন্য জিয়া জাদুঘরের সামনের পরিত্যক্ত জমিতে একটি থিম পার্ক নির্মাণের পরিকল্পনা করেছে চসিক।
মেয়রের চিঠিতে আরও বলা হয়, পাহাড়, নদী ও সমুদ্রবেষ্টিত চট্টগ্রাম শহর একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। থিম পার্কটি নির্মাণ হলে এটি শুধুমাত্র নগরবাসীর বিনোদনের জায়গা হবে না; বরং পর্যটকদেরও আকর্ষণ করবে।
প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই জমিতে শিশুপার্ক স্থাপনের জন্য চসিককে অনাপত্তি দেওয়া হয়েছিল। পরে এটি বেসরকারি প্রতিষ্ঠান ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেডকে ইজারা দেওয়া হয়। ২০২৩ সালে জমির ইজারা বাতিল করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জমির নিয়ন্ত্রণ নেয়।
চসিকের পক্ষ থেকে জমি বরাদ্দ চেয়ে বলা হয়েছে, এটি সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি আধুনিক থিম পার্কে পরিণত করা হবে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন।
নগরবাসী এবং পর্যটকদের জন্য আধুনিক থিম পার্ক তৈরির উদ্যোগ বাস্তবায়িত হলে এটি চট্টগ্রামের সৌন্দর্য ও পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।