চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির ভিতরে এ সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন, যাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তভাবে অবস্থান করছিলেন, কিন্তু কিছু বহিরাগত এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। তবে, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম দাবি করেন যে, মারধরের ঘটনা ঘটেনি এবং বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফসসাল আহমেদ জানান, হোস্টেল সিট বরাদ্দকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।