নোয়াখালীর ভাসানীর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।এর মধ্যে রয়েছে ৪গর্ভবতী নারী ও ২৩ শিশু।
সোমবার (১২ মে) দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী পশ্চিমে সাগর উপকূলীয় এলাকায় পরিত্যক্ত মজিদ স্টিল শিপইয়ার্ড দিয়ে লোকালয়ে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিকেল সাড়ে আড়াইটা সময় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে চারটি ইঞ্জিল চালিত নৌকা করে পালিয়ে দুপুর ১টার সময় সীতাকুণ্ডের ভাটিয়ারী পশ্চিমে সাগর উপকূলীয় এলাকায় পরিত্যক্ত মজিদ স্টিল শিপইয়ার্ড দিয়ে লোকালয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দেখে সন্ধেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। বিকেল সাড়ে আড়াইটা সময় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
ভাসানচর বিভিন্ন ব্লক থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে নুর খলিফা, আবদুল্লা, জাহেদ হাসান, রোকেয়া, জাফর আহমেদ, নুর কাসেম, সফি আহমেদ, কাদের, ছাবিতা, শাহানুর, সাদেক, মোমিনা, ফাতেমা, নুর বেগম, জায়েদা বেগম, রশিদা খাতুন, রকিব, রিদোয়ান, ওসমান, আহসান, আনিসুর রহমান, আবদুল আমিন, শারমিনা, নুর বেগম।
একাধিক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাঁদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তাঁরা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তাঁরা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৮ হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা গতকাল রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাঁদের নিয়ে রওনা দেন। আজ দুপুরে ভাটিয়ারি সাগর উপকূলে এলাকাবাসী তাঁদের পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তাঁরা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তাঁরা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, ভাসানচর থেকে রোহিঙ্গারা চারটি ইঞ্জিলচালিত নৌকা করে চট্টগ্রামের নতুন ব্রীজ নামক স্থানে যাচ্ছিলো। ওখান থেকে তারা টেকনাফ ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিলো। তৎমধ্যে একটি নৌকা বিকল হলে দালালরা সবাই ভাটিয়ারীতে পরিত্যক্ত একটি শিপইয়ার্ড এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পরিত্যক্ত ইয়ার্ডগুলো পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।
রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হতে পারে।
আর এইচ/