সোমবার, ১২ মে ২০২৫

ভাসানচর থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর ভাসানীর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।এর মধ্যে রয়েছে ৪গর্ভবতী নারী ও ২৩ শিশু।

সোমবার (১২ মে) দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারী পশ্চিমে সাগর উপকূলীয় এলাকায় পরিত্যক্ত মজিদ স্টিল শিপইয়ার্ড দিয়ে লোকালয়ে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিকেল সাড়ে আড়াইটা সময় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে চারটি ইঞ্জিল চালিত নৌকা করে পালিয়ে দুপুর ১টার সময় সীতাকুণ্ডের ভাটিয়ারী পশ্চিমে সাগর উপকূলীয় এলাকায় পরিত্যক্ত মজিদ স্টিল শিপইয়ার্ড দিয়ে লোকালয়ে প্রবেশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন দেখে সন্ধেহ হলে তারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। বিকেল সাড়ে আড়াইটা সময় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ভাসানচর বিভিন্ন ব্লক থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে নুর খলিফা, আবদুল্লা, জাহেদ হাসান, রোকেয়া, জাফর আহমেদ, নুর কাসেম, সফি আহমেদ, কাদের, ছাবিতা, শাহানুর, সাদেক, মোমিনা, ফাতেমা, নুর বেগম, জায়েদা বেগম, রশিদা খাতুন, রকিব, রিদোয়ান, ওসমান, আহসান, আনিসুর রহমান, আবদুল আমিন, শারমিনা, নুর বেগম।

একাধিক রোহিঙ্গা জানান, বাংলাদেশ সরকার ভাসানচরে তাঁদের বসতি স্থাপন করে দিলেও সেখানে তাঁরা খাবারের অভাবে খুব কষ্টে দিন যাপন করছেন। তাই তাঁরা বাধ্য হয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ৬ থেকে ৮ হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালান। দালালেরা গতকাল রোববার গভীর রাতে চারটি নৌযানে করে তাঁদের নিয়ে রওনা দেন। আজ দুপুরে ভাটিয়ারি সাগর উপকূলে এলাকাবাসী তাঁদের পেলে কৌশলে দালালেরা পালিয়ে যান। পরে তাঁরা স্থানীয় জনতার হাতে আটক হন। ভালোভাবে দিন যাপনের তাগিদে তাঁরা পরিবার নিয়ে টেকনাফের রোহিঙ্গা শিবিরে ফিরতে চান বলে জানান।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, ভাসানচর থেকে রোহিঙ্গারা চারটি ইঞ্জিলচালিত নৌকা করে চট্টগ্রামের নতুন ব্রীজ নামক স্থানে যাচ্ছিলো। ওখান থেকে তারা টেকনাফ ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিলো। তৎমধ্যে একটি নৌকা বিকল হলে দালালরা সবাই ভাটিয়ারীতে পরিত্যক্ত একটি শিপইয়ার্ড এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পরিত্যক্ত ইয়ার্ডগুলো পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হতে পারে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আ. লীগ ও অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর...

ঈদযাত্রা নিরাপদ ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা...

“কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু...

বায়েজিদে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থ সহায়তা, এনামুল হক আটক

চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের...

প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে অংশ নেবেন ২২৫৮৬ গ্র্যাজুয়েট

আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বহুল প্রতীক্ষিত ৫ম সমাবর্তন...

চবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের জাতীয় পর্ব

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘স্টুডেন্ট নোবেল প্রাইজ’...

আরও পড়ুন

“কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছেন। রবিবার দুপুরে কাওয়ার পাড়া এলাকার...

বায়েজিদে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অর্থ সহায়তা, এনামুল হক আটক

চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগান দেয়ার অভিযোগে মোঃ এনামুল হক (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার বায়েজিদ বোস্তামী থানার...

প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে অংশ নেবেন ২২৫৮৬ গ্র্যাজুয়েট

আগামী বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বহুল প্রতীক্ষিত ৫ম সমাবর্তন অনুষ্ঠান। দীর্ঘ ৯ বছর পর হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নেবেন ২২৫৮৬ জন গ্র্যাজুয়েট। আগামী...

চবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজের জাতীয় পর্ব

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘স্টুডেন্ট নোবেল প্রাইজ’ খ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজের জাতীয় পর্ব। আগামী ১৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী...