বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সীতাকুন্ড শঙ্কর মঠে স্বামী জ্যোতিশ্বরানন্দের আবির্ভাব উৎসব 

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মানবকল্যাণে এগিয়ে আসুন: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) বলেছেন, শুধু শ্রীমদ্ভগবদগীতা নয়, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। সমাজ ও দেশকে আলোকিত করতে হলে ধর্ম সম্পর্কে জানতে হবে। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। কারণ ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬-তম আবির্ভাব উৎসবের ধর্ম সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন। শুরুতে বেলুন উড়িয়ে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন, শঙ্কর মঠে বসে সুদীর্ঘ ৮০ বছর ধরে নিরলসভাবে গীতা প্রচার করে গেছেন অধ্যাত্ম মহাসাধক শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের মানুষকে তিনি গীতামুখী করার চেষ্টা করেছেন। স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ নিজেই একজন জীবন্ত গীতা। গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাষ্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনের উদ্বোধক ছিলেন সীতাকুন্ড রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। ধর্ম মহাসম্মেলনেঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, সমীর কান্তি পাল, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মল্লিক, লায়ন সন্তোষ কুমার নন্দী, সাংবাদিক রনজিত কুমার শীল, লায়ন দিলীপ শীল, অজিত কুমার শীল, প্রকৌশলী অমল মিত্র, বাসুদেব দাশ প্রমূখ।

এদিকে পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬-তম আবির্ভাব উৎসবে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখÐ প্রদীপ প্রজ¦লন, মঙ্গলারতি, গুরুবন্দনা, বস্ত্র বিতরণ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বেদ পাঠ, উপনিষদ পাঠ, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, সমাজসেবা কার্যক্রম, দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে পুড়লো ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ প্রবালক্ষীর ঘর 

 মিরসরাইয়ে পূর্ব মসজিদিয়া ত্রিপুরা পাড়ায় অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে...

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

আরও পড়ুন

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে আগ্রাবাদ সিডিএ...

হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা...

চান্দগাঁও থানায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবদুল হক (৫৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে চান্দগাঁও...

চট্টগ্রামের ভারতীয় হাইকমিশন ও ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার

নিরাপত্তা জোরদার করতে নগরীর খুলশী থানায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে এর আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে...