সোমবার, ১০ মার্চ ২০২৫

সীতাকুন্ড শঙ্কর মঠে স্বামী জ্যোতিশ্বরানন্দের আবির্ভাব উৎসব 

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মানবকল্যাণে এগিয়ে আসুন: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) বলেছেন, শুধু শ্রীমদ্ভগবদগীতা নয়, প্রত্যেক ধর্মে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। সমাজ ও দেশকে আলোকিত করতে হলে ধর্ম সম্পর্কে জানতে হবে। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। কারণ ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬-তম আবির্ভাব উৎসবের ধর্ম সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন। শুরুতে বেলুন উড়িয়ে ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেন, শঙ্কর মঠে বসে সুদীর্ঘ ৮০ বছর ধরে নিরলসভাবে গীতা প্রচার করে গেছেন অধ্যাত্ম মহাসাধক শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ। বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তের মানুষকে তিনি গীতামুখী করার চেষ্টা করেছেন। স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ নিজেই একজন জীবন্ত গীতা। গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে। শিশু থেকে শুরু করে সবাইকে গীতার আদর্শে জীবনকে গড়ে তুলতে হবে, গীতাকে জানতে হবে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।

শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাষ্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলনের উদ্বোধক ছিলেন সীতাকুন্ড রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। ধর্ম মহাসম্মেলনেঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শঙ্কর মঠের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, সমীর কান্তি পাল, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মল্লিক, লায়ন সন্তোষ কুমার নন্দী, সাংবাদিক রনজিত কুমার শীল, লায়ন দিলীপ শীল, অজিত কুমার শীল, প্রকৌশলী অমল মিত্র, বাসুদেব দাশ প্রমূখ।

এদিকে পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬-তম আবির্ভাব উৎসবে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখÐ প্রদীপ প্রজ¦লন, মঙ্গলারতি, গুরুবন্দনা, বস্ত্র বিতরণ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বেদ পাঠ, উপনিষদ পাঠ, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, সমাজসেবা কার্যক্রম, দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ার বদরখালী বাজারে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ইউনিয়ন ব্যাংক সংলগ্ন পিছনে...

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে লেখা...

শিশুকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে বাবা আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে...

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ টি ছাগলসহ বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ টি ছাগলসহ বসতঘর।রবিবার (৯...

মবের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে।...

মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুনের ঘটনায় মামলা 

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারায় আপন মেয়ে জামাইয়ের হাতে...

আরও পড়ুন

চসিকের অভিযানে মূল্য তালিকা না রাখায় ১১ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ ৯ মার্চ রোববার নগরীর অক্সিজেন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন মুদি দোকান...

নগরবাসীর ভেতরে নিরাপত্তাজনিত শঙ্কা কেটে গেছে: সিএমপি কমিশনার

আসন্ন ঈদ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শন করেছেন।রোববার (৯ মার্চ)...

আতুরার ডিপোতে ভয়াবহ আগুন, জ্বলে ছাই দোকানপাট

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের...

ধর্ষণ ও শিশু নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশে ধর্ষণ ও শিশু নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার ৮ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী...