চট্টগ্রাম মহানগর, উপজেলা এবং ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য ২০২৫ সালের নবায়ন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সধারীদের অস্ত্রসহ সরাসরি জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র শাখা বা ক্যান্টনমেন্ট বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএএমএস) আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের সব তথ্য আপডেট করতে হবে। তথ্য আপলোডের জন্য প্রয়োজন হবে: লাইসেন্সধারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও লাইসেন্সের ফটোকপি, টিন সার্টিফিকেট , পাসপোর্ট সাইজের একটি ছবি, মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও ট্রেড লাইসেন্স নম্বর।
প্রত্যাশিত সকল তথ্য সঠিকভাবে দাখিল না করলে ডিএএমএস সিস্টেমে তথ্য আপডেট করা যাবে না, ফলে ভবিষ্যতে নবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
আগ্নেয়াস্ত্রের ধরন অনুযায়ী নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে: বন্দুক, শর্টগান এবং রাইফেলের জন্য: ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবারের জন্য: ১০ হাজার টাকা ।
ফি জমার নির্ধারিত কোড:
– নবায়ন ফি: ১–২২১১–০০০০–১৮৫৯
– ভ্যাট (১৫%): ১–১১৩৩–০০২৫–০৩১১
– উৎস কর বা আয়কর (১০%): ১–১১৪১–০০৪৫–০১১১
এই অর্থ সোনালী ব্যাংক লিমিটেডের কোর্টহিল শাখায় জমা দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৫ আগস্টের নির্দেশনা অনুযায়ী, যেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল বা স্থগিত রয়েছে, সেগুলোর নবায়ন কার্যক্রম স্থগিত থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন প্রক্রিয়া সম্পন্ন না করলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি বাতিল হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্সধারীদের যথাসময়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ জানিয়েছেন।