Thursday, 7 November 2024

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশন থিয়েটারের  উদ্বোধন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

হাসপাতাল প্রতিষ্ঠার ৪২ বছর পর রাঙামাটির  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটারের সিজার ও সাধারণ অপারেশন কার্যক্রম। 

উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রথম সিজার করা হয় বৈবাহিক জীবনের দুইটি মৃত সন্তান  প্রসব হওয়া   এবং  তৃতীয় সন্তানের মা হতে যাওয়া প্রসূতি ইম্রাচিং মারমা (২৫) কে।সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের মা হয়েছেন তিনি।

বুধবার  (৬ নভেম্বর) সকাল সাড়ে ১২টায় হাসপাতালের অপারেশন থিয়েটারটির উদ্বোধন করেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এইসময় তিনি  বলেন, আমি অত্যন্ত আনন্দিত, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ হতে অপারেশন থিয়েটারের কার্য়ক্রম চালু হওয়াতে, এতে করে কাপ্তাইবাসী সহ পার্শ্ববর্তী উপজেলার দরিদ্র জনগোষ্ঠী ও যেকোন মানুষ সেবা নিতে পারবেন।

এই সময় কাপ্তাই উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুইহলা অং মারমা, গাইনী কন্সালটেন্ট ডা. তফিকুর নাহার মুনা, এ্যানেসথেসিয়া ডা. হোসাইনুল করিম মামুন, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আফতাব উদ্দীন, মেডিকেল অফিসার ওমর ফারুক রনি ও গণমাধ্যম কর্মি সহ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, আয়া, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায় কাপ্তাই উপজেলার দূর্গম চিৎমরম ইউনিয়ন এর  চাকুয়া পাড়ার দম্পতি  মংসিং মারমা ও ইম্রাচিং মারমা র মেয়ে সন্তান আজ সিজারের মাধ্যমে সুস্থ প্রসব করা হয়। হাসপাতালে গর্ভবতী প্রসূতিদের সিজারের দায়িত্বে রয়েছেন গাইনী কন্সালটেন্ট ডা.তফিকুর নাহার মুনা, এ্যানেসথেসিয়া ডা.হোসাইনুল করিম মামুন, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আফতাব উদ্দীন, মেডিকেল অফিসার ওমর ফারুক রনি এবং সিনিয়র স্টাফ নার্সরা।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন,   বুধবার থেকে শুরু হওয়া এ অপারেশন কার্যক্রম চলমান থাকবে।  গর্ভবতী মায়েদের সিজারের পাশাপাশি  অন্যান্য ছোট খাটো রোগীদের বিভিন্ন রোগের অপারেশন করা হবে। প্রত্যন্ত এলাকার মানুষ স্বল্প খরচে সেবা পাবে।

হাসপাতাল সুত্রে জানা যায়,  এর আগে অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে দীর্ঘকাল ধরেই এ সরকারি হাসপাতালের সিজারসহ সকল অপারেশন কার্যক্রম করা যায়নি। বর্তমানে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমার উদ্যোগে প্রায় ৪২ বছর পর অপারেশন থিয়েটারটি চালু হয়েছে। তাই এখন থেকে নামমাত্র সরকারি স্বল্প খরচে সিজারসহ অন্যান্য অপারেশন সেবা নিতে পারবেন হাসপাতালে আসা সাধারণ রোগীরা।

হাসপাতালে প্রথম রোগীর সিজার করা চিকিৎসক তফিকুর নাহার মুনা (গাইনী কন্সালটেন্ট) বলেন, দীর্ঘ সময়ের পর কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এই প্রথম অপারেশন কার্যক্রম চালু হল। ফলে দূর দূরান্ত থেকে আসা গরীব ও অসহায় রোগীদের জরুরি সেবা নিতে পারবেন। এইছাড়া আমি ইতিহাসের সাক্ষী হলাম।

সর্বশেষ

 ডেঙ্গু রোগীদের  স্বল্পমূল্যে রক্তপরীক্ষা ও চিকিৎসার ঘোষণা মেয়র শাহাদাতের

মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তুলে বিশেষজ্ঞসহ...

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ বিষয়ে ট্রাম্পকে ভুল বার্তা দেওয়া হয়েছে: শফিকুল আলম

মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে একটি...

মোংলা কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে: এম সাখাওয়াত

মোংলায় কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে বলে...

ফটিকছড়িতে জামায়াতে  ইসলামীর সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ফটিকছড়ি শাখা। বুধবার...

পতিত স্বৈরাচারের দোসররা যে রুপেই ফিরুক প্রতিরোধ করা হবে

একটি ধর্মীয় সংগঠনের অনুসারীরা  হাজারিগলিতে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে ।...

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন...

আরও পড়ুন

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।বুধবার (৬ নভেম্বর) দিবাগত  রাত  ১২ টা ৪০ মিনিটে  কাপ্তাই...

গরু চুরি ঠেকাতে উপজেলা প্রশাসনকে আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের স্মারকলিপি 

আনোয়ারা উপজেলায় একের পর এক হচ্ছে গরু চুরি। অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতির মধ্যেও ঘটনা ঘটছে। নিঃস্ব হচ্ছে বেশিরভাগ  প্রান্তিক খামারিরা। গরু চুরি...

কম দামে আনোয়ারায় ডিম বিক্রি করছে প্রাণি সম্পদ দপ্তর

আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ১৩ তম দিনের মতো চলছে ১৪০ টাকা দামে ডিম বিক্রি ।সরেজমিনে ৫ নভেম্বর...

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারায় ২ লক্ষ টাকা জরিমানা  

আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর ) উপজেলা হাইলধর ইউনিয়নের ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায় এ অভিযান...