মার্কিন নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে একটি টুইট করেন ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘এ বিষয় নিয়ে ট্রাম্পকে ভুল বার্তা দেওয়া হয়েছে। এখন ঢাকায় তাদের দূতাবাসের মাধ্যমে তথ্য জেনে বিষয়টি বুঝতে পারবেন।’ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘ট্রাম্প যখন সংখ্যালঘু নিয়ে মন্তব্য করেন, তখন তিনি একটি দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তখন তাকে মিস ইনফর্ম করা হয়েছে। এখন যখন তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি দেখবেন যে আসলে ঘটনাটা কী? বাংলাদেশে তো তাদের অ্যাম্বাসি আছে। তাদের কাছ থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত চিত্র জানবেন। এর আগে যেগুলো এসেছে, সেগুলো অতিরঞ্জিত।’
তিনি বলেন, ‘ভারতের নেত্র নিউজ বলেছে , আন্দোলনের সময় বাংলাদেশে ৯ জন হিন্দু মারা গিয়েছে। এই মৃত্যুর পেছনে ধর্মীয় কোনো কারণ ছিল না। তারা বেশি রাজনৈতিক, ব্যক্তিগত বা অন্য কোনো কারণে মারা গেছেন। অনেক ধরনের মিস ইনফরমেশন হয়েছে। তাই বাংলাদেশের মাইনরিটি নিয়ে যারা রিপোর্ট করেন, তারা যেন দায়িত্ব নিয়ে রিপোর্ট করেন।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম আরও বলেন, ‘বর্তমান সরকার ডেমোক্রেসির জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রও ডেমোক্রেসির পক্ষে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের নেতাদের সঙ্গেই ড. ইউনূসের সম্পর্ক ভালো। সুতরাং এ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে ট্রাম্পকে স্বাগত জানায়। ইউএস-এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চ শিখরে যাবে। ইউএস-এর সঙ্গে আগে থেকে বাংলাদেশের সম্পর্ক ভালো। এই জুলাই বিপ্লবের পর তা আরও গভীর হয়েছে। কেননা ইউএস চায় বাংলাদেশ আরও ভালো ডেমোক্রেসিতে থাকুক। বিশ্বের দেশগুলো সবাই ডেমোক্রেসির চর্চা করুক।’