আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর ) উপজেলা হাইলধর ইউনিয়নের ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
এ সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ আজগরকে ৫০ হাজার টাকা, মোঃ জাহেদুলকে ৫০ হাজার টাকা ও মোঃ খোকনকে ১ লক্ষ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান , অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে ।